top of page

Lyrics

যাও ছেড়ে চলে

 

যাও ছেড়ে চলে ভাবনা আমার
চাইনা কাছে পেতে তোমাকে আর
কেন আসো ফিরে বারে বারে রাত গভীরে
না পারি যেতে স্বপ্নে ভেসে চলে দূরে
হল যে রাত অনেক কেন আছি তবু জেগে ...
কাটে কত রাত এভাবে
না যে পারি সামলাতে নির্ঘুম রাতকে
যায় দিন রাত্রি হয়ে যায় যে কত কী তা জানিনা
নেই সময় তোমার, নেই সময় আমার এত ভাবনার
যাব যে কোন পথে কে আজ আমায় বলে দেবে...

যাও ছেড়ে চলে ভাবনা আমার
চাইনা কাছে পেতে তোমাকে আর
কেন আসো ফিরে বারে বারে রাত গভীরে
না পারি যেতে স্বপ্নে ভেসে চলে দূরে
হল যে রাত অনেক কেন আছি তবু জেগে ...

(নীল )

rock

চুপি চুপি

 

চুপি চুপি ডাকে আমায়, ঘুম পাড়ানিয়া গানের সুরে,

চলে এস, ফেলে সব কিছু, আমার কাছে এই রাতে,

চুপি চুপি ডাকে আমায়।

 

কে ডাকে আমাকে, আমি দেখিনা তাকে,

লুকোচুরি খেলে সে, আমাকে সাথে করে,

রাত দুপুরে কোন বিস্মৃত গানের সুরে,

মন যায় ভেসে, না জানি সে কোন দূরে,

ভেঙ্গে যায় ঘুম কোন স্বপ্নেরই শেষে, 

পেরিয়েছি রাত আমারই অজান্তে।

অজান্তে...।

 

কানে কানে কথা বলে,কে যেন আমার সাথে,

হাতে তার যাদুকাঠি, মন ভোলানো হাতছানি।

কানে কানে কথা বলে।

ধোঁয়া মনে তাই নিয়ে, বেঘোরে দিন কাটে,

ঠিক কি ভুল, না জেনে, আমি চলব কি করে,

অচেতনায় তুমি রয়েছ যে কোথায়,

দুঃস্বপ্ন তবু দেখি বারেবার,

ভেঙ্গে যায় ঘুম কোন স্বপ্নেরই শেষে 

পেরিয়েছি রাত আমারই অজান্তে

 

মাঝ রাতের আঁধারে, যে আসে

আসে চড়ে সে এক স্বপ্ন তরী

না জানি আমি, একি আমার মনের ভুল শুধু

তাও ভাবি, তাই চড়ে দিই পাড়ি। 

ইয়ে ইয়ে ইয়ে...আআআআআ...ওওওওও...

(নীল )

বাজার

 

কি দেখি চোখে,

লাল নীল সাদা কালোতে

নি়:শব্দ কান্নার আড়ালে 

আমার হাসি যায় হারিয়ে।

 

দিন যায় চলে,

কোথায় কেউ না জানে,

অসহায় করে দেয়,

আমাকে এই রাতে।

 

এই তো জীবন হাসি কান্নার,

এই তো জীবন আশা হতাশার,

এই তো জীবন লোকে আসে আর যায়,

হেরে জিতে শেষে হয় একাকার।

ওই হাটে বাজারে,

তুমি দেখো ঘুরে,

জ্বালা আর হয়রানি,

নেই কোন মানুষের।

পালাবে কোথায় তুমি,

নেই কোনো স্বর্গের হদিস, 

মিছে মিছে ভুলে যাও প্রতি বারই।

 

এই তো বাজার 

বেচা কেনার,

এই তো বাজার

এখানেই কারবার,

এই তো বাজার,

লাভ ক্ষতি টানাটানি,

ভালো মন্দ হানাহানি সবার। 

 

রঙীন সপ্ন গুলোকে,

ধরতে পারলে ঘুচবে দু:খ, 

কাটবে জীবন তোমার সুখে,

তোমার আমার মনে,

থাকবে আরো স্বপ্ন কতো,

ছড়িয়ে ছিটিয়ে।

                       (নীল )

কতোদূরে 

 

কতোদূরে 

কতো ঘুরে যে আর

শেষ হবে খোঁজার

কতো ভোরে গভীর রাত্তিরে

ভুলতে পারিনা আর 

কি ভাবে কাটে দিন আমার 

তা কিছু বুঝতেই পারিনা

কি করি কি করি যে আর 

কি করি এবার

 

চেনা মুখ কতো বদলে গেছে 

কবে ? কোন সময় ? তা জানি না 

অবসরে বসে সে কথা ভেবে 

হায় সময় চলে যায় 

 

এ কথা আর ওই কথা

অনেক কথাই অজানা

মনে আশা জমে থাকা কথা 

আসে ফিরে বার বার 

কিছু স্বপ্ন দেথা 

আর কিছু প্রত্যাশা

নিয়ে বেঁচে থাকা 

নইলে আঁধার 

শুধুই আঁধার 

                 (নীল )

পথ গেছে বেঁকে

 

হঠাৎ মনে হয় এ যে স্বপ্ন নয় -

ঘোর বাস্তব রাখা চোখের সামনে আজ।

আমি ভাবতে যাই তবু আটকে যাই…

ওই চিন্তাটাকে রাখি দূরে সরিয়ে তাই।

দিনের শেষে রোদ যে মেশে

ফিরতে চায় ঘরে সকলে ক্লান্ত আজ।

 

ওই পথ গেছে বেঁকে….কোথায় কে জানে?

কে  যায় মিলিয়ে অকারনে

আনমনে চুপিসাড়ে ধীরে ধীরে….

 

ওই পথ গেছে বেঁকে….কোথায় কে জানে?

কে  যায় মিলিয়ে অকারনে

আনমনে চুপিসাড়ে ধীরে ধীরে….

 

এই দুনিয়া করে না পরোয়া মনে স্বান্তনা যে আর মেলে না।

ভীড় ঠেলে এগোতে গেলে ধাক্কা খেলে এগোতে লাগে ভয়।

 

ওই পথ গেছে বেঁকে…কোথায় কে জানে?

কে  যায় মিলিয়ে অকারনে

আনমনে চুপিসাড়ে ধীরে ধীরে….

 

ওই পথ গেছে বেঁকে….কোথায় কে জানে?

কে  যায় মিলিয়ে অকারনে

আনমনে চুপিসাড়ে ধীরে ধীরে….

 

ঝামেলা যতো নয় সহজ তো…সামলাতে যে প্রানটা আমার যায়।

ঝড়ের সাথে বেতাল হাওয়াতে কি যে করি তা তো জানি না….

আমার ওই বৃষ্টি যে বেশ লাগে ভালো ঘরে বসে দেখতে কি মজা।

 

ওই পথ গেছে বেঁকে….কোথায় কে জানে?

কে  যায় মিলিয়ে অকারনে

আনমনে চুপিসাড়ে ধীরে ধীরে….

 

ওই পথ গেছে বেঁকে….কোথায় কে জানে?

কে  যায় মিলিয়ে অকারনে

আনমনে চুপিসাড়ে ধীরে ধীরে…..

                                         (নীল)

এই দিনগুলো

 

এই দিনগুলো চলে গেলে ফিরে পাবো না

কি এসে গেল  বলো যদি কিছু আর পেলাম না

 

এই দিনগুলো চলে গেলে ফিরে পাবো না

না ভেবে লাভ ক্ষতি চলো যেদিকে আছে যাবার

 

ভাবি এই দিন এই দিনের কথা

চলে গেলে তো আর ফিরে পাবো না

 

কিছু তো হলো না এ জীবনে আমার

লোকে বলে গান গায় ছেলে কিছুই যে নেই ঠিক তার

আমি বলি ভয় পেও না ভয় পেও তোমরা

বুঝে নেব দেখে নেব যা কিছু আছে বোঝাপড়ার

 

ভাবি এই দিন এই দিনের কথা

চলে গেলে তো আর ফিরে পাবো না

 

হবে না প্রেম করা আমার এ জীবনে

এলো গেল সখীরা কতো কেটে পড়ল যে ঠিক সময়ে

এতো ভুল বুঝেও পারলাম না নিজেকে শোধরাতে

রয়ে গেলাম একই রকম পারলাম না যে পাল্টাতে

 

ভাবি এই দিন এই দিনের কথা

চলে গেলে তো আর ফিরে পাবো না

 

এই দিনগুলো চলে গেলে ফিরে পাবো না

কি এসে গেল  বলো যদি কিছু আর পেলাম না।

                                                          (নীল)

ঘুম ভাঙে

 

আমার ঘুম ভাঙে

কখন শান্ত মনে, কখন ভোরের স্বপ্নে

আমার বয়স বাড়ে

ফেলে আসি কতকিছু কোন অতীতে

তবু রাত পেরিয়ে

কথা কিছু আসে ভেসে তোমায় ঘিরে

 

এ কি যে হয় আমার বিষন্ন চারিধার

ক্লান্ত মন আমার কেন বলো

এ কি যে হয় আমার বিষন্ন চারিধার

ক্লান্ত মন আমার কেন বলো

ওহ....

 

আমার দিন কাটে

তোমায় চাইতে গিয়ে, পেতে গিয়ে, খুঁজতে গিয়ে

এ নেশা তবু

কাটে না আর ছাড়ে না আমার পিছু

কোন খেয়ালে তাই

গান গাই সব হারাই সবই পাই

 

এ কি যে হয় আমার বিষন্ন চারিধার

ক্লান্ত মন আমার কেন বলো

এ কি যে হয় আমার বিষন্ন চারিধার

ক্লান্ত মন আমার কেন বলো

ওহ....

 

এ কি যে হয় আমার বিষন্ন চারিধার

ক্লান্ত মন আমার কেন বলো

এ কি যে হয় আমার বিষন্ন চারিধার

ক্লান্ত মন আমার কেন বলো

ওহ...

 

আমার রাত কাটে

অচেতন মনে কোন সে স্বপ্ন ঘিরে

কোন দেশ ছাড়িয়ে

ভাবনা থাকে পড়ে দূরে কতো দূরে

তবু কেন আমার ঘুম ভাঙে

কখন শান্ত মনে, কখন ভোরের স্বপ্নে

(নীল )

দেখি বারে বারে

 

আমি দেখি বারে বারে, রাতের অন্ধকারে,

এই অচেনা শহরে, কত লোকের ভিড়ে।

যখন চোখে পড়ে, ব্যাস্ত এই নগরে,

কাতারে কাতারে, কারা যায় আর আসে।

 

দূরে দূরে, কত ঘুরে ঘুরে, 

সময় যখন কাটেনা আমার,

জুড়ে জুড়ে, সময় কে জুড়ে জুড়ে,

বেঁচে থাকার  কত আর্তনাদ।

আমি একি কারাগারে থাকি বন্ধ ঘরে,

পথে হাজারে হাজারে, কারা যায় আর আসে।

 

যখন চোখে পড়ে, ব্যাস্ত এই নগরে,

কাতারে কাতারে কারা যায় আর আসে।।

                                               (নীল , জয়জিৎ)

ও মন 

 

থেকে থেকে বসে থাকি
ফেলে রেখে কাজ আমার-
ফিরে ফিরে যাই আমি 
ওই ঠিকানায়…
আধো ঘুম চোখে দেখি
পথটা যে ভুল আমার….
এ ভুলে যদি মেটে না স্বাদ 
জানি না কি করার…


ও মন 
পারিনি তোমাকে ফেরাতে হায়…
ও মন 
জানিনা কে যে ডাকে আমায়…
পাতা সব পড়ে ঝরে
সময় যায় চলে
কি যেন গেছি ভুলে…


অযথা ভাবি বসে
কি পাবো দিনের শেষে….
কিসের আশা জাগে 
মনের কোনে।
দিনগুলো চলে গেলে হায় 
পায় ঠাঁই স্মৃতির পাতায়
ক্লান্ত দিনের শেষে 
কেন ফিরে তাকায়….


ও মন 
পারিনি তোমাকে ফেরাতে হায়…
ও মন 
জানিনা কে যে ডাকে আমায়…
তবু ডেকে যায়
তবু ফিরে চায়
তবু হারিয়ে যায়।।

                (নীল )

অবাক

 

কতো কি যে দেখিনি

কতো কি যে শুনিনি

যা করব ভাবিনি

তাই কেন যে করি 

কি আশা মনে রেখে 

দেখি যায় যে ভেঙে

সময় কে বুঝিনি

বোঝা কতো বাকি 

 

ও আমার সত্যি জানা বাকি

আমার অবাক হওয়া বাকি

এ বোঝা বড়ো ভারি

 

করে জীবন আমায় অবাক

তোমাকেও করে জানি

প্রতিদিন ই কিছু তোমার

আমার আছে যে জানার

এমন হয় তো ভাবিনি

যা চোখে দেখিনি

সময়কে বুঝিনি 

বোঝা কতো বাকি 

 

আমার সত্যি জানা বাকি

আমার অবাক হওয়া বাকি

এ বোঝা বড়ো ভারি

                         (নীল )

কাছে এসো

 

দ্যাখো দ্যাখো চারিপাশে তুমি দ্যাখো

যদি লাগে ভালো তো চেয়ে দ্যাখো

নেই দেখার তো শেষ

আমার মেলে না হিসেব

তবু দ্যাখো।

 

বলো বলো আমাকে কিছু বলো

রূপকথা মনের কথা কিছু বলো

নেই ভাবনা আজ ভেবে কি যে লাভ

বলে ফেলো-

 

পাবে না উত্তর কতো প্রশ্নর

মিলবে না হদিস যা খুঁজে মরো।

 

পাবে না উত্তর কতো প্রশ্নর

মিলবে না হদিস যা খুঁজে মরো-

 

তাই গাও গাও  যদি চাও গান গাও

যদি কেউ না শোনে তো নিজেকে শোনাও

এতে লাগে যে ভালো

এতে ভুলবে যে কতো যন্ত্রনাভোগ….

 

পাবে না উত্তর কতো প্রশ্নর

মিলবে না হদিস যা খুঁজে মরো

 

পাবে না উত্তর কতো প্রশ্নর

মিলবে না হদিস যা খুঁজে মরো

 

এসো এসো আমার কাছে তুমি এসো

পাবে না কিছুই হয়ত তবু এসো

জীবনটা ছোটো রেখো না ক্ষোভ

কাছে এসো

 

পাবে না উত্তর কতো প্রশ্নর

মিলবে না হদিস যা খুঁজে মরো….

 

পাবে না উত্তর কতো প্রশ্নর

মিলবে না হদিস যা খুঁজে মরো

 

কাছে এসো কাছে এসো ।

কাছে এসো কাছে এসো।

                                 (নীল)

রাতবেরাতের 

অজান্তে অন্ধকারে আর স্বপ্নে 
কেন খুঁজি তোমাকে আমি বারে বারে
ওই নগর বন্দরের স্মৃতি সব 
হয়ে এলো আবছা কেন ?
রাত বেরাতের-ই স্বপ্ন নিয়ে 

কোন অজানা পথে আমার চলাফেরা
সাথে আছে নিয়ে আজও চেষ্টা পালাবার
ভীড়ে দেখা মুখ সবই লাগে চেনাঅচেনা 
রাত বেরাতের স্বপ্নে দেখা…

গুনেছি দিন যতো আমি একে একে 
পেরিয়ে রাত কতো মাস, আসি বছর শেষে…
থাকে কথা কিছু মনে আমার অজানা সে না জানা
রাত বেরাতের স্বপ্নে দেখা 

ও হো….

রাত বেরাতের স্বপ্নে দেখা...

                                   (নীল)

This page is a work in progress. Song lyrics will be added periodically.

bottom of page